Wellcome to National Portal

বিদ্যুৎ বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ এপ্রিল ২০২৪

উন্নয়ন-১ অধিশাখা

২০.১ বেসরকারিখাতে গ্যাস ও তরল জ্বালানি ভিত্তিক আইপিপি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সংক্রান্ত যাবতীয় কার্যাবলি;

২১.২ নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে মাননীয় প্রধানমন্ত্রীর নীতিগত অনুমোদনের পর ট্যারিফ অনুমোদনসহ পরবর্তী যাবতীয় কার্যাবলি;

২১.৩ বিদ্যুৎ বিভাগ, স্রেডার প্রকল্পসমূহ, প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের প্রকল্প, ডিপিডিসি, আরপিসিএল, ডেসকো, বি-আর পাওয়ারজেন লিঃ এবং সিপিজিসিবিএল এর এলএনিজ ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের অর্থছাড় সংক্রান্ত কার্যাবলি;

২১.৪ ডিপিডিসি, আরপিসিএল, ডেসকো এবং বি-আর পাওয়ারজেন লিঃ এর উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণ সংক্রান্ত কার্যাবলি;

২১.৫ এ কোম্পানিসমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় ক্রয় সংক্রান্ত যাবতীয় কার্যাবলি;

২১.৬ পাওয়ার সেলের যাবতীয় কার্যাবলি;

২১.৭ বিদ্যুৎ উৎপাদন প্রকল্পসমূহের অগ্রগতি সভা।

২১.৮ বেসরকারি কোম্পানি ও ডিপিডিসি এবং ডেসকো’রউন্নয়ন প্রকল্পসমূহের তথ্য সংগ্রহ, সংরক্ষণ, আপডেটকরণ এবং নির্ধারিত সময়ে উন্নয়ন প্রকল্পসমূহ সমাপ্ত করণে কার্যকরী ব্যবস্থা গ্রহণ।

২১.৯ বেসরকারি কোম্পানি ও আরপিসিএল, বি-আর পাওয়ারজেন লিঃ, ডিপিডিসি এবং ডেসকো’রবিদেশী বিশেষজ্ঞগণের ভিসা/নিরাপত্তা/রাজনৈতিক ছাড়পত্র/পরিদর্শন সংক্রান্ত কার্যাবলি;

২১.১০ বেসরকারি কোম্পানি ও ডিপিডিসি, ডেসকো, আরপিসিএল এবং বি-আর পাওয়ারজেন লিঃএর উন্নয়ন প্রকল্প সমূহের খসড়া চুক্তি দলিলের উপর বিভিন্ন মন্ত্রণালয়ের প্রয়োজনীয় ভেটিং সংক্রান্ত কার্যাবলি;

২১.১১ বাবিউবো’কে বিদ্যুতের মূল্য বাবদ সরকার কর্তৃক প্রদত্ত ভর্তুকী/ঋণ সহায়তার অর্থছাড়।

২১.১২ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উপজেলাসমূহে শতভাগ বিদ্যুতায়ন সম্পন্নের শুভ উদ্বোধন।

২১.১৩ উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত যে কোন দায়িত্ব।