Wellcome to National Portal

বিদ্যুৎ বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd ডিসেম্বর ২০২৪

২x৬৬০ মেঃওঃ মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট (রামপাল), বাগেরহাট

প্রধান তথ্যাদি

প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা:) লি: (বিআইএফপিসিএল)

(বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং এনটিপিসি লি:, ভারত এর একটি যৌথ উদ্যোগে গঠিত একটি কোম্পানি)

ইক্যুইটি অংশ

  • জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট (JVA) স্বাক্ষর - ২৯/০১/২০১২ খ্রি.
  • ইক্যুইটি বিনিয়োগ - ৫০:৫০

প্রকল্পের ক্ষমতা

১,৩২০ (২×৬৬০) মেগাওয়াট ক্ষমতা (সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি)

প্রকল্প ব্যয়

১৬,০০০ কোটি টাকা (প্রকল্পের প্রারম্ভিক অনুমোদন সময়কালের মাঃ ডলার বিনিময় হার ৮০ টাকা বিবেচনায়)

অর্থ যোগান

ECA অর্থায়ন- ১২,৮০০ কোটি টাকা (১৬০০ মিলিয়ন মাঃ ডলার যা প্রকল্পের প্রারম্ভিক অনুমোদন সময়কালের মাঃ ডলার বিনিময় হার ৮০ টাকা বিবেচনায়)। 

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (ইক্যুইটি)- ১,৬০০ কোটি টাকা এবং

এনটিপিসি লি:, ভারত (ইক্যুইটি) -১,৬০০ কোটি টাকা

চুক্তি

  • বিউবো’র সহিত ২৫ বছর মেয়াদী বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) স্বাক্ষর – ২০/০৪/২০১৩ খ্রি.
  • বাংলাদেশ সরকারের সাথে বাস্তবায়নের চুক্তি (আইএ) স্বাক্ষর - ২০/০৪/২০১৩ খ্রি.

ইপিসি ঠিকাদার

ভারত হেভি ইলেট্রিক্যালস লিমিটেডঃ (BHEL), ভারত

  • ইপিসি চুক্তি স্বাক্ষর- ১২ জুলাই ২০১৬ খ্রি.
  • NTP (Notice to Proceed) ইস্যু- ২৪ এপ্রিল ২০১৭ খ্রি.

বাণিজ্যিক উৎপাদনের তারিখ (COD)

  • প্রথম ইউনিট (৬৬০ মেগাওয়াট): ২৩ ডিসেম্বর, ২০২২ খ্রি.
  • দ্বিতীয় ইউনিট (৬৬০ মেগাওয়াট): ১২ মার্চ, ২০২৪ খ্রি.

পরিবেশ সুরক্ষা

  • পরিবেশ সুরক্ষায় ইটিপি, এফজিডি, ২৭৫ মি উঁচু চিমনী, ডাস্ট সাপ্রেশন ও এক্সট্রাকশন ব্যবস্থা স্থাপন করা হয়েছে। কয়লার বার্জ/ লাইটার ঢাকনাযুক্তভাবে জেটিতে সরবরাহ করা হচ্ছে। এছাড়া M/S CEGIS এর মাধ্যমে নিয়মিত প্রকল্প এলাকা ও এর আশেপাশে পানি ও বাতাসের বিভিন্ন প্যারামিটার এবং সুন্দরবন এর জীববৈচিত্র মনিটরিং করা হচ্ছে। 

কয়লা ও লাইমস্টোন ক্রয়

  • জ্বালানি হিসেবে আমদানিকৃত উন্নতমানের কয়লা ব্যবহার করা হচ্ছে।
  • আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৮০ লক্ষ মেট্রিক টন (আনুমানিক ০৩ বছরের চাহিদা মোতাবেক) দীর্ঘমেয়াদি কয়লা ক্রয়ের চুক্তি গত ০৭ জুন, ২০২৩ তারিখে স্বাক্ষরিত হয়েছে এবং চুক্তির আওতায় ক্রয় করা হচ্ছে।
  • পরিবেশ সুরক্ষায় ক্ষতিকারক সালফার গ্যাস দূরীকরণের জন্য লাইমস্টোন ক্রয়ের মাধ্যমে এফজিডি চালু রাখা হচ্ছে। এছাড়াও উৎপাদিত শতভাগ জিপসাম ও ছাই পরিবান্ধব উপায়ে বিক্রয় করা হচ্ছে।

 

প্রকল্পের অগ্রগতিঃ

  • বিদ্যুৎ কেন্দ্রের ফ্যাসিলিটি COD গত ১২ মার্চ, ২০২৪ তারিখে অর্জিত হয়েছে। 
  • ৩০ নভেম্বর, ২০২৪ খ্রি. পর্যন্ত প্রকল্পটির ভৌত অগ্রগতি ৯৯.৫৬ % ও আর্থিক অগ্রগতি ৯৭.৩২ %। প্রকল্পের ক্রমপুঞ্জিত ব্যয় ২৩,৭১৪ কোটি টাকা যার মধ্যে ইক্যুইটি অংশ ৩২০০ কোটি টাকা ও ECA ঋণ অংশ ১৭,৮৭৪ কোটি টাকা (মাঃ ডলারের প্রকৃত বিনিময় হার অনুযায়ী ঋণ অংশের হিসাব করা হয়েছে)।   

এছাড়াও প্রকল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার অগ্রগতি নিম্নরূপঃ

ইউনিট #১: বাণিজ্যিক উৎপাদন গত ২৩-১২-২০২২ তারিখ অর্জিত হয়েছে।

ইউনিট #: বাণিজ্যিক উৎপাদন গত ১২-০৩-২০২৪ তারিখ অর্জিত হয়েছে।

পাওয়ার ইভাকুয়েশন এর নিমিত্ত রামপাল-গোপালগঞ্জ-আমিনবাজার ৪০০ কেভি ডাবল সার্কিট ট্রান্সমিশন লাইন (১৭৩ কি.মি.) এবং রামপাল-খুলনা  ২৩০ কেভি ডাবল সার্কিট ট্রান্সমিশন লাইন (২৪ কি.মি.) স্থাপন করা হয়েছে।

প্রকল্প অগ্রগতির ছবি দেখার জন্য এখানে ক্লিক করুণ।