২৮.১ দরপত্রের মাধ্যমে বেসরকারি কয়লাবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ প্রস্তাব অনুমোদন; ২৮.২ বেসরকারিখাতেIPPকয়লা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ প্রস্তাব অনুমোদন ও বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য Unsolicited প্রস্তাব; ২৮.৩. MoU /JV-এর মাধ্যমে কয়লা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ প্রস্তাব অনুমোদন; ২৮.৪ সরকারি খাতে কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন স্থাপন সংক্রান্ত কার্যাবলী। ২৮.৬ বেসরকারিখাতে কয়লাবিদ্যুৎ কেন্দ্রসমূহের বিভিন্ন Agreement এর উপর ভেটিং; ২৮.৭ সরকারিখাতে কয়লা বিদ্যুৎ কেন্দ্রসমূহের বিভিন্ন Agreement এর উপর ভেটিং; ২৮.৮ বেসরকারিখাতে কয়লা বিদ্যুৎ কেন্দ্রসমূহের Agreement এর আলোকে Project Financing Documents এর অন্তর্ভুক্ত সকল ডকুমেন্টস এবং সকল ২৮.৯ বেসরকারিখাতে কয়লা বিদ্যুৎ কেন্দ্রসমূহের Agreement এর আলোকে Project Financing Documents এর অন্তর্ভুক্ত সকল ডকুমেন্টস এবং সকল ২৮.১০ সরকারিখাতেকয়লা বিদ্যুৎ প্রকল্পের রাষ্ট্রীয় গ্যারান্ট্রির বিষয়ে অর্থবিভাগের সম্মতি গ্রহণ; ২৮.১১ কয়লাপ্রকল্পের উন্নয়ন খাতের বাজেট বিভাজন; ২৮.১২ কয়লাপ্রকল্পের উন্নয়ন খাতের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ কিস্তির অর্থছাড়; ২৮.১৩ কয়লাপ্রকল্পের উন্নয়ন খাতের ১ম-৪র্থ কিস্তির অর্থ ছাড়/সময়ের পূর্বে ছাড়; ২৮.১৪ কয়লা বিদ্যুৎ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদন; ২৮.১৫ কয়লা প্রকল্পের বিদেশিনাগরিকের অনুকূলে ভিসার শ্রেণি পরিবর্তন/ভিসার মেয়াদ; ২৮.১৬ কয়লা প্রকল্পের বিদেশিনাগরিকের অনুকূলে নিরাপত্তা ছাড়পত্র ও ভিসা প্রদান; ২৮.১৭ কয়লা-ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র/প্রকল্পের জন্য আমদানিকৃত মালামাল শুল্কমুক্তভাবে ছাড়করণের বিষয়ে প্রত্যয়ন প্রদান; ২৮.১৮ কয়লা প্রকল্প গ্রহণের ক্ষেত্রে অনমনীয় ঋণ বিষয়ক স্থায়ী কমিটির অনুমোদন; ২৮.১৯ কয়লা-ভিত্তিক উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা; ২৮.২০ Fast-Track ভূক্তপ্রকল্পেরবাস্তবায়নঅগ্রগতিপ্রতিবেদনপ্রধানমন্ত্রীরকার্যালয়, ইআরডি এবং অর্থ বিভাগে প্রেরণ; ২৮.২১ MIDI-ভূক্ত প্রকল্পের অগ্রগতি প্রতিবেদনপ্রধানমন্ত্রীরকার্যালয়ে প্রেরণ; ২৮.২২ কয়লাপ্রকল্প বাস্তবায়নকারী কোম্পানি কর্তৃক ডিএসএল পরিশোধসহ ডিপিএ স্পেশাল অ্যাকাউন্ট খোলা; ২৮.২৩ কয়লা প্রকল্পের প্রকল্প পরিচালকের অনুকূলে অর্থ উত্তোলনের জন্য আয়ন ও ব্যয়ন ক্ষমতা প্রদান; এবং ২৮.২৪ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত যে কোন দায়িত্ব। |