Wellcome to National Portal

বিদ্যুৎ বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st এপ্রিল ২০২৪

প্রশাসন-১

১ টিওএন্ডই, কর্মবন্টন, নতুন পদ সৃজন ও নবনিয়োগ সংক্রান্ত কাজ;

২ কর্মকর্তা ও কর্মচারিগণের বদলি, পদোন্নতি, চাকরি স্থায়ীকরণ ও জ্যেষ্ঠতা নির্ধারণ;

৩ কর্মকর্তা ও কর্মচারিগণের ব্যক্তিগত নথি, সার্ভিস বুক, ছুটি রেজিস্টার, প্রতিস্বাক্ষরকৃত বার্ষিক গোপনীয় অনুবেদন ফরম সংরক্ষণ ও হালনাগাদকরণ;

৪ কর্মকর্তা ও কর্মচারীগণের বার্ষিক বেতন বৃদ্ধি, সম্মানীভাতা, দায়িত্বভাতা, বিশেষ ভাতা, অবসরভাতা অগ্রিম মঞ্জুরী এবং বাসা বরাদ্দ প্রদান।

৫ চিকিৎসা সুবিধা ব্যতিত কর্মকর্তা ও কর্মচারী-কল্যাণ সম্পর্কিত অন্যান্য বিষয়।

৬  এ বিভাগে সংযুক্ত কর্মকর্তা/কর্মচারীগণের যোগদানপত্র ও অব্যাহতি সংক্রান্ত কাজ।

৭ কর্মকর্তা ও কর্মচারিগণের পাসপোর্ট ও বিদেশ ভ্রমণ সংক্রান্ত কাজ

৮ বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের নামের তালিকা প্রেরণ;

৯ সচিবালয়-প্রবেশপত্র সংক্রান্ত কাজ;

১০ কর্মকর্তাগণের প্রশিক্ষণ-সংশ্লিষ্ট সংযুক্তি কর্মসূচি;

১১ কর্মকর্তা ও কর্মচারিগণের বিভাগীয় মামলা সংক্রান্ত কাজ;

১২  বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা/কর্মচারিগণকে দেশে ও বিদেশে বিভিন্ন ওয়ার্কশপ, সভা, সেমিনার ও প্রশিক্ষণে মনোনয়ন প্রদান;

১৩ বিদ্যুৎ বিবভাগ ও আওতাধীন দপ্তর/সংস্থা/কোম্পানির কর্মকর্তাগণের বিদেশ ভ্রমণ/সেমিনার/প্রশিক্ষণ সংক্রান্ত সরকারি আদেশ জারি, সার-সংক্ষেপ সংক্রান্ত কার্যাদি।

১৪ বিদ্যুৎ সপ্তাহ এবং সেক্টর লিডারস ওয়ার্কশপ আয়োজন সহ বিভিন্ন সভা/সেমিনার/ওয়ার্কশপ আয়োজন;

১৫ গ্রহণ ও প্রেরণ ইউনিটের ব্যবস্থাপনা;

১৬ বিদ্যুৎ্ বিভাগের কর্মকর্তাগণের প্রটোকলের কাজ; এবং

১৭ উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোন দায়িত্ব।