৪১.১ মধ্যমেয়াদী বাজেট কাঠামোর আওতায় বাজেট প্রণয়ন ও হালনাগাদকরণ সংক্রান্ত যাবতীয় কার্যাবলী সম্পাদন। ৪১.২ অর্থ বিভাগের iBAS++ এর সাথে বাজেট প্রণয়ন সংক্রান্ত যাবতীয় সমন্বয় সম্পাদন। ৪১.৩ বাজেট প্রণয়নের লক্ষ্যে মন্ত্রণালয়ের অধীন সকল দপ্তর/সংস্থা/কোম্পানির সাথে সমন্বয় সম্পাদন। ৪১.৪ BMC এবং BWG–এর সভা সংক্রান্ত কার্যাবলী সম্পাদন। ৪১.৫ মধ্যমেয়াদি বাজেট কাঠামোর আওতায় বিদ্যুৎ বিভাগের বর্ণনামূলক ইংরেজি ও বাংলা (টেম্পলেট) অর্থ বিভাগে প্রেরণের কার্যাবলী সম্পাদন। ৪১.৬ বিদ্যুৎ বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থা/কোম্পানির বরাদ্দকৃত বাজেট এবং অর্থছাড় iBAS++ সফটওয়্যারের মাধ্যমে এন্ট্রি প্রদান এবং অনুমোদন সংক্রান্ত যাবতীয় কার্যাবলী। ৪১.৭ বাজেট বক্তৃতায় অন্তর্ভুক্ত করার জন্য বিদ্যুৎ বিভাগের তথ্যাদি অর্থ বিভাগে প্রেরণ সংক্রান্ত কার্যাবলী। ৪১.৮ মধ্যমেয়াদি বাজেট কাঠামোর আওতায় বিদ্যুৎ বিভাগের বাজেট বাস্তবায়ন পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন অগ্রগতি পরিবীক্ষণ প্রতিবেদন অর্থ বিভাগে প্রেরণ সংক্রান্ত কার্যাবলী। ৪১.৯ বিদ্যুৎ বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থা/কোম্পানিসমূহের বাজেট বাস্তবায়ন সংক্রান্ত ত্রৈমাসিক প্রতিবেদন অর্থ বিভাগে প্রেরণ সংক্রান্ত কার্যাবলী। ৪১.১০ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষার তথ্যাদি অর্থ বিভাগে প্রেরণ সংক্রান্ত কার্যাবলী সম্পাদন । ৪১.১১ বিদ্যুৎ বিভাগের জেন্ডার বাজেট সংক্রান্ত প্রতিবেদন অর্থ বিভাগে প্রেরণের কার্যাবলী সম্পাদন। ৪১.১২ বিদ্যুৎ বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থা/কোম্পানিসমূহের পারফরমেন্স অডিট বিষয়ক কার্যাবলি সম্পাদন। ৪১.১৩ বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোম্পানিসমূহের Debt Service Liability (DSL) Payment সংক্রান্ত কার্যাবলী। ৪১.১৪ বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোম্পানিসমূহের রাষ্ট্রীয় গ্যারান্টি সংক্রান্ত কার্যাবলী। ৪১.১৫ উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত যে কোন দায়িত্ব। |