Wellcome to National Portal

বিদ্যুৎ বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ সেপ্টেম্বর ২০১৯

“মুজিব বর্ষ (২০২০-২০২১) উপলক্ষে বিদ্যুৎ বিভাগ কর্তৃক সারাদেশে বৈদ্যুতিক কর্মপেশায় দক্ষ জনশক্তি সৃষ্টির প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন”


প্রকাশন তারিখ : 2019-09-08

ঢাকা-০৫.০৯.২০১৯ আজ সচিবালয় হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ বিভাগ কর্তৃক সারাদেশে বৈদ্যুতিক কর্মপেশায় দক্ষ জনশক্তি সৃষ্টির প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীরবিক্রম বলেছেন, অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের সাফল্য কল্পনাতীত। বাংলাদেশ একটি অসম্ভবকে সম্ভব করার দেশ। চেষ্টা করলে সাফল্য আসবেই। উপদেষ্টা আরো বলেন, প্রশিক্ষিত জনগণকে সংশ্লিষ্টদের কাউন্সিলিং করা প্রয়োজন। যাতে তারা প্রশিক্ষণের শিক্ষা যথাযথভাবে প্রয়োগ করতে পারে। মুজিব বর্ষ উপলক্ষে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরæল হামিদ বলেন, মানসম্পন্ন প্রশিক্ষণের আয়োজন করা আবশ্যক। দক্ষতা অর্জনে প্রশিক্ষণের বিকল্প নাই। দেশের আনাচে কানাচে শিক্ষিত-অর্ধশিক্ষিতদের প্রশিক্ষিত করার উদ্যোগ প্রশংসনীয়। আন্তর্জাতিক শ্রম বাজারে ভাষার জন্য সাফল্য পাওয়া যাচ্ছে না। এ প্রশিক্ষণের সাথে ইংরেজি ভাষা সম্পৃক্ত করে প্রশিক্ষণের মান বৃদ্ধির সাথে সাথে আন্তর্জাতিক শ্রম বাজারে সাফল্য পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। মুজিব বর্ষ উদযাপনের নিমিত্তে ‘সেবা বর্ষ’ প্রতিশ্রুতি বাস্তবায়নে স্বল্প শিক্ষিত বা অর্ধ শিক্ষিত বেকার জনগোষ্ঠিকে দক্ষ জনগোষ্ঠিতে পরিণত করা এবং শ্রমশক্তি রপ্তানির নিমিত্তে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিকরণের উদ্দেশ্যে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। ২ মাস ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে ২,৮৭৫ জন প্রশিক্ষণার্থী রয়েছে। মুজিব বর্ষ পালন উপলক্ষে ৭ হাজার জনকে প্রশিক্ষণ দেয়া হবে এবং আগামী ৫ বছরে এ সংখ্যা দাঁড়াবে ৭০ হাজার। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউস এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মো: রাহমাতুল মুনিম বক্তব্য রাখেন।