Wellcome to National Portal

বিদ্যুৎ বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ ডিসেম্বর ২০১৬

নেপালের জ্বালানি মন্ত্রীর সাথে জ্বালানি প্রতিমন্ত্রীর দ্বি –পাক্ষিক সভা


প্রকাশন তারিখ : 2016-12-08

 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজ  রেডিসন হোটেলে নেপালের জ্বালানি মন্ত্রী জনারদান শর্মা ( Janardan Sharma) সাথে দ্বি –পাক্ষিক সভা অনুষ্ঠিত হয়। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধি সম্পর্কে উভয়েই নানা ইস্যু নিয়ে আলোচনা করেন।

 

বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যুৎ খাতে সহযোগিতা নিয়ে সমঝোতা স্মারক চুক্তি, ভারতীয় কোম্পানি জিএমআর(GMR)-এর মাধ্যমে জল-বিদ্যুত আমদানি, নেপালের বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্প থেকে জল-বিদ্যুত আমদানি, সুনকোশি-৩ ( ৫৩৬ মেগাওয়াট) ও সুনকোশি-২ (১১১০ মেগা ওয়াট) প্রকল্পে যৌথ বিনিয়োগ নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ নেপালের জ্বালানি মন্ত্রীর সাথে বিশদভাবে আলোচনা করেন।

 

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, পারষ্পারিক সহযোগিতার মাধ্যমে আমাদের উভয় দেশই উপকৃত হবে। নেপালের জ্বালানি মন্ত্রী জনারদান শর্মা প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, আঞ্চলিক সহযোগিতা দ্রুত সমৃদ্ধিতে সহায়তা করবে।